কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে গতকাল ইডেন গার্ডেনসের গ্যালারিতে ছিলেন শাহরুখ খান। গ্যালারিতে দলের জয় উপভোগ করবেন এমন আকাঙ্ক্ষাই ছিল বলিউড বাদশাহর। কিন্তু গতকাল কিং খানের সেই আশা পূরণ হয়নি।
রেকর্ড ২৬২ রানের লক্ষ্য দিয়েও যে ঘরের মাঠে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে কলকাতাকে। স্বাগতিকদের জয় ছিনিয়ে নেওয়ার ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে পাঞ্জাব কিংসের নায়ক জনি বেয়ারস্টো হলেও জয়ে কম অবদান ছিল না শশাঙ্ক সিংয়ের। এই দুজনের সঙ্গে অবদান ছিল ৫৪ রান করা প্রবসিমরন সিংয়েরও।
তবে আইপিএলে প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শশাঙ্ক। যাঁকে ভুল করে কিনেছিল বলে দলে নিতে চেয়েছিল না পাঞ্জাব সেই ৩২ বছর বয়সী ব্যাটারই এখন দলটির ধারাবাহিক পারফরমার। তারই ধারাবাহিকতা গতকাল ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি। ২৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৮ ছক্কায়। ওপেনিংয়ে নেমে বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত এক ইনিংস খেললেও চার নেমে যদি এমন ঝোড়ো ইনিংসটি না খেলতেন তাহলে হয়তো হাসিমুখে মাঠ ছাড়া হতো না পাঞ্জাবের।