হোম > খেলা > ক্রিকেট

দল ঘোষণার পরই তাইজুল-বিজয়-মেহেদীর রহস্যময় পোস্ট

ক্রীড়া ডেস্ক    

প্রথমে রহস্যময় পোস্ট করেন তাইজুল ইসলাম। ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।

দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।

সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।

দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এনামুল হক বিজয়ের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।

আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!

শেখ মেহেদী হাসানের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক

শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।

আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি