হোম > খেলা > ক্রিকেট

সেই পাকিস্তানি দর্শক এখন জাদুঘরে

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে কোমরে হাত দিয়ে হতাশ মুখে দাঁড়িয়ে থাকা এক দর্শকের ছবি ভাইরাল হয়েছিল। দর্শকের নাম সারিম আক্তার। সেই থেকে ট্রল কিংবা নানা পোস্টে সারিমের ছবিটি ব্যবহার হতে দেখা যায়। পাকিস্তানি সেই দর্শকের ছবিটি জায়গা পেয়েছে হংকং মিম জাদুঘরে। 
 
২০১৯ বিশ্বকাপের সেই ম্যাচের পর গত তিন বছরে সারিমের ভাইরাল হওয়া ছবিটি নানা জায়গায় ব্যবহার হয়েছে। ট্রল কিংবা কোনো পোস্টের মন্তব্য ঘরে মজা করে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। তবে এসব ব্যাপার নিয়ে কখনো মন খারাপ করেননি সারিম। বরং ছবিটি নিয়ে নিজের ভালো লাগার কথা টুইটারে অনেকবারই জানিয়েছেন তিনি। 
 
পাকিস্তান দর্শক সারিমের ভাইরাল ছবিটি হংকং মিম জাদুঘরে জায়গা পেয়েছে। এটি বিশ্বের প্রথম মিম জাদুঘর। জাদুঘরে সারিমের ছবিটি আবিষ্কার করেন তাঁরই বোন। সারিম নিজেই টুইটারে জানিয়েছেন বিষয়টি। তাঁর বোন ছবিটা নিজ চোখে দেখে লিখেছেন, ‘হংকং মিউজিয়ামে তোমাকে দেখলাম। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। তোমার জন্য আমি গর্বিত। তুমি সত্যিকারের কিংবদন্তি।’ 

বোনের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সারিম। বোনকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ‘ওয়াও! সবাইকে জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ