হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে লঙ্কান তারকাকে নিষিদ্ধ করল আইসিসি 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথেই শ্রীলঙ্কা হারায় বাহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। এরপর লঙ্কানরা হেরে বসে ওয়ানডে সিরিজও। সিরিজ হারের পর লঙ্কানদের দুঃসংবাদের পাল্লা আরও ভারী হয়েছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২২ মার্চ। সেই সিরিজকে সামনে রেখে টেস্ট থেকে অবসর ভেঙে ফেরেন হাসারাঙ্গা। তবে সাদা পোশাকে ফেরার অপেক্ষাটা বেড়েই চলল। আইসিসির থেকে দুই টেস্টের নিষেধাজ্ঞা পেয়েছেন হাসারাঙ্গা। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে এমন শাস্তি পেয়েছেন লঙ্কান লেগস্পিনার।

হাসারাঙ্গা শাস্তি পেয়েছেন সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের এক ঘটনায়। চট্টগ্রামে গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারের ঘটনা। ওভারে আম্পায়ারের এক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হাসারাঙ্গা। এমনকি কোনো এক আম্পায়ারের থেকে তাঁর নিজের টুপিও নিয়ে গেছেন।এ ঘটনায় হাসারাঙ্গার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ নিয়ে ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট হলো তাঁর। নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। তাতে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন (যে সংস্করণের খেলা আগে)। হাসারাঙ্গাকে টেস্ট দলে রাখা হয়েছে বলে তাঁর নিষেধাজ্ঞা কার্যকর হবে এ সিরিজেই।

একই ম্যাচে মেন্ডিসের শাস্তিও এসেছে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে। ম্যাচের পর হাত মেলাতে গিয়ে আম্পায়ারদের অবমাননা করেন শ্রীলঙ্কা অধিনায়ক। এ ক্ষেত্রে কোড অব কন্ডাক্টের ২.১৩ ধারা ভেঙে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন মেন্ডিস। তাঁর ক্ষেত্রে অবশ্য দুই বছরের মধ্যে এটিই প্রথম অপরাধ। সিরিজ নির্ধারণী সেই ম্যাচ বাংলাদেশ ৫৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায়। রিশাদ হোসেন ১৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৪৮ রানের ৪০ রানই রিশাদ নিয়েছেন হাসারাঙ্গার বিপক্ষে। লঙ্কান লেগস্পিনারকে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন রিশাদ।

আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করার কীর্তি হাসারাঙ্গার এ বছরে আরও একবার ঘটেছে। শ্রীলঙ্কা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে যে তৃতীয় টি-টোয়েন্টি খেলে, সেখানে কামিন্দু মেন্ডিসের বিপক্ষে এক নো বল নিয়ে আলোচনা হয়। বিতর্কিত সেই নো বল কাণ্ডে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলেছিলেন। যার ফলে টি-টোয়েন্টিতে খেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি।

আরও পড়ুন:

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটারকে বোকা বানালেন রিশাদ