হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে কত রানের লক্ষ্য দেবে শ্রীলঙ্কা

বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে। 

লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। 

সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন। 

নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।

স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন