হোম > খেলা > ক্রিকেট

চলে গেলেন বিসিবির এক সিনিয়র কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মারা গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র কোচ জাফরুল এহসান। এহসান আজ ৬০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। 

দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মেনেছেন এহসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে এই সিনিয়র কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এহসানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিসিবি লিখেছে, ‘মোহাম্মদ জাফরুল এহসানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। সিনিয়র হাইপারফরম্যান্স (এইচপি) কোচ ছিলেন তিনি। ২০২২ এর ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় ভুগছিলেন তিনি। ঢাকায় আজ সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। জাফরুল এহসানের পরিবারের প্রতি আমাদের রয়েছে গভীর সমবেদনা।’ 

এহসান ছিলেন লেভেল-৩ সার্টিফায়েড কোচ। ২০০৮ সালে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ২০১২ সালে। দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করেন ২০১৩ সালে। ২০১৫ সালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভিভিয়ান পল টেরি পুনরায় বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট গঠন করেন। এহসান দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। 

বাংলাদেশের ঘরোয়া বিভিন্ন লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এহসানের। ২০১৭ বিপিএলে ছিলেন সিলেট সিক্সার্সের প্রধান কোচ। বিপিএলের পর বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে কোচের দায়িত্ব পান তিনি। এহসানকে ২০১৮-১৯ বিসিএলে ওয়ালটন সেন্ট্রাল জোনের কোচ নিযুক্ত করা হয়।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ