হোম > খেলা > ক্রিকেট

পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীই এবার পাকিস্তান বোর্ড সভাপতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।

পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন  করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’  

নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।  

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া