হোম > খেলা > ক্রিকেট

প্রথম সেঞ্চুরিটা মা–বাবাকেই উৎসর্গ করলেন সাদমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবাল চোটে না পড়লে হয়তো তাঁর একাদশে থাকাই হতো না! সেই সাদমান ইসলাম পাঁচ মাস পর টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। হারারেতে চতুর্থদিনে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিটা বাঁহাতি ব্যাটসম্যান উৎসর্গ করলেন তাঁর ক্রিকেটার হওয়ার পেছনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, মা–বাবাকে। 

সাদমানের ক্রিকেটার হওয়ার পেছনে বাবা শহিদুল ইসলামের ভূমিকা সবচেয়ে বেশি। শহিদুল আবার বিসিবির সঙ্গে সম্পৃক্ত আছেন সেই ১৯৯৮ সাল থেকে। ২০০৪ থেকে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট পরিচালনা, ক্রিকেটার তুলে আনা এবং তাদের পরিচর্যা করে জাতীয় দলের জন্য তৈরি করাই বিভাগের কাজ। আন্তর্জাতিক আঙ্গিনায় নামার আগে সাদমান এই বিভাগেই নিজেকে প্রস্তুত করেছেন প্রায় পাঁচ বছর ধরে। 

সাদমানের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশও পেয়েছে বড় সংগ্রহ। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ৪৭৭ রান। অবশ্য ১১৭ রান করা নাজমুল হোসেন শান্তরও সমান অবদান আছে। দুজনের ১৯৬ রানের জুটিতেই এখন খাদের কিনারায় ব্রেন্ডন টেলরের দল। 

আজ চতুর্থ দিন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দুই সেঞ্চুরিয়ান জানিয়েছেন তাঁদের অনুভূতি। সাদমান বললেন, ‘প্রতিটি বল ধরে পরিকল্পনা করেছি। আল্লাহকে ধন্যবাদ–প্রথম সেঞ্চুরির দেখা পেলাম। এতে নিজের যেমন ভালো লাগছে, তেমনি দলের জন্যও উপকার হলো। সতীর্থ ও কোচেরা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার সেঞ্চুরিটা উৎসর্গ করছি আব্বু–আম্মুকে।’ 

চার বছরের ক্যারিয়ারে বারবার অম্ল–মধুর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের ইনিংসের পর শুধু প্রশংসাই ঝরেছিল তাঁর জন্য। পরের টেস্টে ব্যর্থ হওয়ার পর আবার সেই সমর্থকেরা তিরে বিদ্ধ করতেও সময় নেননি। আজ সেই কথাই যেন মনে পড়ছিল নাজমুলের, ‘সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আগের ৪ ইনিংস খারাপ হয়েছে। ক্রিকেটে এটি হতেই পারে। অতীত নিয়ে খুব একটা চিন্তা করি না।’ 

চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ে এখনো জয় থেকে পিছিয়ে আছে ৩৩৭ রানে। এরপরেও জয়টা সহজে আসবে–তা মনে করেন না সাদমান–নাজমুল। নাজমুল বললেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। তবে এখনো অনেক কাজ বাকি। পঞ্চম দিনে বোলার–ফিল্ডারের কঠিন পরীক্ষা দিতে হবে। তবে শুরুতে যদি ২–৩টা উইকেট তুলে নিতে পারি তাহলে সহজ হবে।’ সাদমানও প্রায় একই কথা বললেন, ‘আগামীকালও যদি একইভাবে বোলিং করতে পারি–তাহলে জয়টা দ্রুত আসবে।’ 

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল