হোম > খেলা > ক্রিকেট

বিসিবির চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ার কিউরেটর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বছর না হতেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন পিচ কিউরেটর টনি হেমিং। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে তাঁকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হেমিংয়ের চলে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবি।

প্রত্যাশা মতো উইকেট বানিয়ে হেমিং প্রশংসা পেয়েছেন বাংলাদেশেও। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী তাঁকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন, তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।’

বিসিবি টনি হেমিংয়ের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। কিউরেটর হিসেবে বেশ অভিজ্ঞ হেমিং। আইসিসি ক্রিকেট একাডেমির প্রধান কিউরেটর ছিলেন তিনি। দুবাই ক্রিকেট একাডেমিরও প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটর কাজ করেছেন।

এ ছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম—এই দুই স্টেডিয়ামের এরেনা ম্যানেজার ছিলেন। আইসিসি ক্রিকেট একাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন হেমিং।

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর