টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। সেটিও টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যেই। টিকিট সংগ্রহ করতে না পারা এক দর্শক তাই দ্বারস্থ হলেন রোহিত শর্মার কাছেই। আইপিএলের ম্যাচের মধ্যে ওই দর্শক মুম্বাইয়ের অধিনায়কের কাছে টিকিট চেয়ে বসলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত রাতে জয় পেয়েছে রোহিতের মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ জিতেও রান রেটে পিছিয়ে থাকার কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুম্বাই। রোহিতদের বিদায়ী ম্যাচে তাঁর কাছে অদ্ভুত দাবি করেন গ্যালারিতে থাকা ওই দর্শক।
আবুধাবির স্টেডিয়ামে সেই দর্শকের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘রোহিত, ভারত-পাকিস্তান ম্যাচের ২টি টিকিট চাই। রোহিত সেই পোস্টার দেখুক আর না দেখুক পোস্টারটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পোস্টারেই স্পষ্ট, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনার পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকবে।