চোট পেয়ে এশিয়া কাপ থেকেই ছিটকে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত বছরের আগস্টের চোটের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অস্ত্রোপচার হয় তাঁর ডান হাঁটুতে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে চলতি মাসেই মাঠে ফিরবেন ভারতীয় এই অলরাউন্ডার।
জানুয়ারি মাসের ২৪ তারিখে রঞ্জি ট্রফির চূড়ান্ত পর্বে চেন্নাইয়ে তামিলনাডুর বিপক্ষে খেলতে নামবেন তিনি। বর্তমানে ব্যাঙ্গালোর ক্রিকেট একাডেমিতে শেষ মুহূর্তের পুনর্বাসনের কাজ করছেন জাদেজা।
রঞ্জি ট্রফির পর আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজের ১৭ জনের দলেও ডাক পেয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। নাগপুরে প্রথম টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে।
২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপের সময়েই চোট পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। চোটের কারণে দীর্ঘ সময় পুনর্বাসনে কাটানোর পর বাংলাদেশ সিরিজে ডাক পেলেও শতভাগ ফিট না হওয়ায় পরে নাম প্রত্যাহার করা হয়। একই কারণে ভারত-শ্রীলঙ্কা সিরিজও মিস করেছেন জাদেজা। তবে আশা করা যাচ্ছে, এবার আর কোনো মিস নয়। রঞ্জি ট্রফি খেলেই আবার ভারতের হয়ে রং ছড়াবেন রবীন্দ্র জাদেজা।