হোম > খেলা > ক্রিকেট

টস হারতে হারতে রেকর্ডই করে ফেললেন রোহিত

ক্রীড়া ডেস্ক    

টানা ১১ ওয়ানডেতে টস হারলেন রোহিত শর্মা। ছবি: আইসিসি

দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে ভারত। ফাইনালে কোন দল যাচ্ছে, সে ফল দেখতে অপেক্ষা করতে হবে আরও। তবে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিতে নেমে এ ম্যাচে প্রথমেই টসে হেরে গেছে ভারত। এ নিয়ে ওয়ানডেতে টানা ১৪ ম্যাচে টস হারের নজির গড়ল তারা। এর মধ্যে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা টানা ১১ ওয়ানডেতে টস হারলেন।

টস হারতে হারতে বিরল এক রেকর্ডের সামনে রোহিত। ওয়ানডেতে সর্বোচ্চ টানা ১২ ম্যাচে টস হারের রেকর্ড আছে একজন অধিনায়কের। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে এ অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন। আগামী ওয়ানডেতে রোহিত যদি আবারও টসে হেরে যান, তবে সেই রেকর্ডে ভাগ বসাবেন তিনিও।

এরই মধ্যে ভারতের অধিনায়কদের মধ্যে টানা সবচেয়ে বেশি টস হারের রেকর্ড গড়ে ফেললেন রোহিত। তবে সব দল মিলিয়ে যৌথভাবে দুই নম্বরে আছেন ভারতের অধিনায়ক। নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বোরেনও টানা ১১ ম্যাচে ওয়ানডেতে টস হেরেছিলেন।

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুই পরিবর্তন। তবে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়ে একাদশ গড়েছে।

ভারত সেমিফাইনালে একাদশে কোনো পরিবর্তন আনেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই একাদশই খেলাবে তারা। চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই একটি পরিবর্তন থাকার কথা ছিল। তবে পরিবর্তন এল দুটি। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে রেখেছে অজিরা। পেসার স্পেনসার জনসনকে বাদ দিয়ে অ্যাডাম জাম্পার সঙ্গে আরে লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাকে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্টটাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়াও একাদশে ভারতের মতো দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে—বেন ডারশুইসের সঙ্গে আছেন নাথান এলিস।

অ্যাশেজ হার ঠেকাতে ইংল্যান্ড একাদশে আছেন কারা

পান্ডিয়ার অনন্য ডাবল, ফর্মে ফেরার বার্তা দিলেন সূর্য

‘একদম শোয়াই ফেলব’ শান্তর হুঙ্কারের জবাব দিলেন মিরাজও

অভিষেকে খরুচে তাসকিন, স্বরূপে ফিরলেন মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম