পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে পড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। যা একটু সম্ভাবনা ছিল, সেটিও শেষ হয়ে গেল আজ।
আবুধাবিতে আফগানিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে আলো ছড়াতে ব্যর্থ মোহাম্মদ নবী-রশিদ খানরা ডুবেছেন বিরাট কোহলি-জাসপ্রীত বুমরাদের নিয়েই।
বলতে গেলে, নিউজিল্যান্ডই শত কোটি ভারতীয়র হৃদয় ভেঙেছে। তবু ম্যাচ শেষে কিউইদের ঠিকই অভিনন্দন জানিয়েছেন হরভজন সিং। ভারতের সাবেক তারকা অফ স্পিনার টুইটারে লিখেছেন, ‘দারুণ খেলেই সেমিফাইনালে উঠেছ নিউজিল্যান্ড। এটি তোমাদের প্রাপ্য। বাহ, কেন উইলিয়ামসন সত্যিই দুর্দান্ত। এই মানুষটিকে ও তার দলকে ভালোবাসি।’
নিউজিল্যান্ডের জয়ে ৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো ভারত। তবে দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতা হরভজনের বিশ্বাস, ব্যর্থতা ভুলে উত্তরসূরিরা দ্রুতই ঘুরে দাঁড়াবে, ‘জানি, ভারত আর সামনে যেতে (সেমিতে খেলতে) পারছে না। এতে মোটেও উদ্বিগ্ন নই। আমরা আরও ভালো করব ও শক্তিশালী হয়ে ফিরব।’