হোম > খেলা > ক্রিকেট

বিপিএল ফাইনালের আগে কেন তামিমের মন খারাপ

৪৬ ম্যাচের ২০২৪ বিপিএল শেষ হচ্ছে আগামীকাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনালের আগে আজ ট্রফি উন্মোচন করা হয় ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। 

ফাইনালের আগে দুই দলের অধিনায়ক সাধারণত ফটোসেশনে এসে থাকেন। এবারের বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। ফটোসেশন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে দুই দলের অধিনায়কের কেউই আসেননি। প্রায় দেড় ঘণ্টা দেরি হওয়া ফটোসেশনে বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।  ফটোসেশনে না আসতে পারায় দুঃখপ্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।’ 

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল বরিশাল ও রংপুর রাইডার্স। রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। ফাইনালে ওঠার পর তা নিয়েই উদযাপন করতে ব্যস্ত ছিল বরিশাল। তামিমেরও ছিল ব্যস্ততা। ফটোসেশনে না আসার ব্যাখ্যায় বরিশাল অধিনায়ক বলেন, ‘তবে গত রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে।’

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন