হোম > খেলা > ক্রিকেট

এক ফিফটিতে পাকিস্তানি কিংবদন্তির রেকর্ড ভাঙলেন গিল

ক্রীড়া ডেস্ক    

মোহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙলেন শুবমান গিল। ছবি: ক্রিকইনফো

হেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে গিল গতকাল ব্যাটিংয়ে নেমে পড়েছেন দলের বিপর্যয়ের সময়। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ০ রানেই হারায় ২ উইকেট। এমন অবস্থান চার নম্বরে নামা গিল ও ওপেনার লোকেশ রাহুল দিশেহারা ভারতকে পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেওয়া গিল এখনো অপরাজিত ৭৮ রানে। তাতে ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে এশিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৯৭ রান করে ফেললেন ভারতের এই ব্যাটার। ৪ টেস্টের ৮ ইনিংসে ৯৯.৫৭ গড়ে রান করেছেন তিনি। গিলের আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের। ২০০৬ সালে ইংল্যান্ডের মাঠে ৪ টেস্টের ৭ ইনিংসে চার ফিফটিতে ৬৩১ রান করেছিলেন ইউসুফ। পাকিস্তানি ব্যাটিং কিংবদন্তির ১৯ বছর আগে সেই সিরিজে গড় ছিল ৯০.১৪।

ভারত গতকাল দ্বিতীয় ইনিংসে ৬৩ ওভারে ২ উইকেটে ১৭৪ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। তৃতীয় উইকেটে গিল-রাহুল ৩৭৭ বলে গড়েছেন ১৭৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১১তম টেস্ট সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে এখন রাহুল। ২১০ বলে ৮ চারে তিনি অপরাজিত ৮৭ রান করে। ইনিংস পরাজয় এড়াতে ভারতের এখনো করতে হবে ১৩৭ রান।

ইংল্যান্ডের মাঠে এক টেস্ট সিরিজে তিন ব্যাটার ৬০০-এর বেশি রান করতে পেরেছেন। গিল-ইউসুফের পাশাপাশি এই রেকর্ড গড়া অপর ব্যাটার হলেন রাহুল দ্রাবিড়। ২০০২ সালে ইংল্যান্ড সফরে ১০০.৩৩ গড়ে করেছিলেন ৬০২ রান। তিনি সেবার চার টেস্টের ৬ ইনিংসে ব্যাটিং করেছিলেন। এই তালিকায় চতুর্থ ব্যাটার হিসেবে ৬০০ রান করার সুযোগ বিরাট কোহলির থাকলেও সেটা হয়নি। ২০১৮ সালে ইংল্যান্ডের মাঠে ৫ টেস্টের ১০ ইনিংসে ৫৯৩ রান করেছিলেন

কোহলি। সেবার তিনি ৬০০ ছুঁইছুঁই রান করেছিলেন অধিনায়ক হিসেবে। ভারতীয় এই ব্যাটিং তারকা এ বছরের মে মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন কোহলি। বর্তমানে তিনি ভারতের জার্সিতে শুধু ওয়ানডেই খেলছেন।

ইংল্যান্ডের মাঠে কোনো টেস্ট সিরিজে এশিয়ার সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহক

ব্যাটার রান দল সাল

শুবমান গিল ৬৯৭* ভারত ২০২৫

মোহাম্মদ ইউসুফ ৬৩১ পাকিস্তান ২০০৬

রাহুল দ্রাবিড় ৬০২ ভারত ২০০২

বিরাট কোহলি ৫৯৩ ভারত ২০১৮

সুনীল গাভাস্কার ৫৪২ ভারত ১৯৭৯

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী