হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় সেই চিকিৎসককে জার্সি উপহার দিয়েছেন রিজওয়ান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। জ্বর ও ফুসফুসের সংক্রমণ নিয়ে ৩৫ ঘণ্টা থাকতে হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)। কঠিন এই পরিস্থিতিতে তাঁকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছিলেন বিশেষজ্ঞ পালমোনোলজিস্ট সাইনালআবদিন। কৃতজ্ঞতা জানিয়ে এই ভারতীয় চিকিৎসককে নিজের অটোগ্রাফ-সংবলিত একটি বিশ্বকাপ জার্সি উপহার দিয়েছেন রিজওয়ান। 

শুরুতে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিজওয়ান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা চিন্তাই করেননি সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন রিজওয়ান। তবে সাইনালআবদিন জানান, পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার যেকোনো অবস্থাতেই মাঠে নামতে আগ্রহী ছিলেন। 

পরে দ্রুত সুস্থ হয়ে উঠলেও রিজওয়ানের মাঠে নামার ব্যাপারে আশাবাদী ছিলেন না সাইনালআবদিন। তিনি বলেন, ‘রিজওয়ান ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। আর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখেছিল। সে দৃঢ়, সাহসী ও আত্মবিশ্বাসী মানুষ। ক্রীড়াবিদ হিসেবে ওর ফিটনেস ও সহ্যশক্তি সুস্থ হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে।’ দ্রুত সারিয়ে তোলায় চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিজওয়ান। 

শেষ পর্যন্ত রিজওয়ান অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিলেন। দুবাইয়ে বৃহস্পতিবার ৫২ বলে ৩ চার ও ৪ ছক্কায় খেলেন ৬৭ রানের দাপুটে এক ইনিংসও। তবে ম্যাথু ওয়েড ও মার্কস স্টয়নিসের ৪১ বলে ৮১ রানের ইনিংসের কাছে ফাইনালের স্বপ্ন ভাঙে পাকিস্তানের। দল হারলেও রিজওয়ানের এই নিবেদন ক্রিকেট বিশ্বে দারুণ প্রশংসিত হচ্ছে।

বৃষ্টি বাধার পর বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী