হোম > খেলা > ক্রিকেট

হোটেল-রুমের ভিডিও সামাজিকমাধ্যমে, অসন্তোষ কোহলির

বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ভারতীয় দলের সঙ্গে ঘটছে একের পর এক ঘটনা। বাসি খাবার দেওয়ার ঘটনা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। এবার বিরাট কোহলির হোটেল রুমে ঢুকে একজন ভিডিও করেছেন এবং পরে তা সামাজিকমাধ্যমে ভাইরাল করেছেন। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোহলি। 

এই ঘটনার পর ইনস্টাগ্রামে বিশাল স্ট্যাটাস দিয়েছেন কোহলি। মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মজা করা উচিত না বলে জানিয়েছেন তিনি। ভারতের এই ব্যাটার বলেন, ‘আমি জানি যে প্রিয় খেলোয়াড়দের দেখে ভক্তরা অনেক খুশি হয়। এগুলো আমি প্রশংসা করি। কিন্তু এই ভিডিও দেখে নিরাপত্তার ব্যাপার আমি শঙ্কিত। যদি আমার নিজের ঘরের কোনো গোপনীয়তা না থাকে, তাহলে কীভাবে হবে? মানুষের ব্যক্তিগত ব্যাপারকে সম্মান করুন। এগুলো নিয়ে মজা করবেন না।’ 

সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সাবেক প্রধান কেপি রঘুবংশী এই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এই ঘটনার দায় হোটেলকে নিতে হবে বলে জানিয়েছেন রঘুবংশী। রঘুবংশী বলেন, ‘যা-ই ঘটেছে, খুবই গুরুতর ব্যাপার। একজনের ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। এমন ঘটনা থেকেই অনেক বিপজ্জনক ঘটনা ঘটে। যখন কোনো দল কোথাও যায়, তার পুরো দায়িত্ব ম্যানেজমেন্টের ওপর। তাই হোটেলকে এই ঘটনার দায় নিতে হবে। যখন এমন বিখ্যাত কেউ হোটেলে যায়, তখন সবাইকে জানিয়ে দেওয়া হয়। হোটেল ফ্লোরে কয়েকজনকে থাকার অনুমতি দেওয়া হয়।’ 

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন কোহলি। তিন ম্যাচে করেছেন ১৫৬ রান। গড় ১৫৬, কেননা দুটো ম্যাচে করেছিলেন অপরাজিত ফিফটি। 

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি