হোম > খেলা > ক্রিকেট

পন্তের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

ম্যানচেস্টারের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ঋষভ পন্তের অপরাজিত ১২৫ রানের ইনিংসের ভর করেছে ভারত ম্যাচ জিতেছে ৫ উইকেটে। অথচ এই ম্যাচে একপর্যায়ে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় কাঁপছিল ভারত। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করে জয় এনে দেন পন্ত।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। রোহিত শর্মার দল সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই রিচ টোপলির বোলিংয়ে বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ১৩ রানে শিখর ধাওয়ান (১) ও ২১ রানে ফিরে যান অধিনায়ক রোহিত (১৭)। এদিনও যথারীতি কথা বলেনি বিরাট কোহলির ব্যাট। ফিরেছেন ১৭ রান করে। ১৬ রান করে ফিরে যান সূর্যকুমার যাদবও। 

তবে এরপরই ম্যাচের দৃশ্য পাল্টে দেন পন্ত ও হার্দিক পান্ডিয়ার জুটি। এ দুজন দলকে নিয়ে যান ২০৫ রানে। ভারত যখন জয়ের সুবাস পাচ্ছে তখন ফিরেছেন ৫৫ বলে ৭১ রান করা পান্ডিয়া। তবে দলকে আর বিপদে পড়তে দেননি পন্ত। দারুণ সেঞ্চুরির পর নিশ্চিত করে দলের জয়ও। 

এর আগে ১২ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তবে জস বাটলারের ৬০ ও জেসন রয়ের ৪১ রানের ইনিংসে ভর করে ২৫৯ রানের পুঁজি পায় স্বাগতিকেরা। ভারতের হয়ে ৪ উইকেট নেন পান্ডিয়া। ম্যাচসেরা হয়েছেন পন্ত। আর সিরিজ সেরা পান্ডিয়া।

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ