হোম > খেলা > ক্রিকেট

সাত বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন রংপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।

শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।

মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।

২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়