হোম > খেলা > ক্রিকেট

এবার সেই রানে চট্টগ্রামকে ঘায়েল করল বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২০২ রান। সিলেট সানরাইজার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছিল এই রান। বিপিএলের নবম সংস্করণে আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও হলো ২০২ রান। তবে এবার চট্টগ্রামের বিপক্ষে ফরচুন বরিশাল করেছে এই বিশাল সংগ্রহ।

গত টুর্নামেন্টে চট্টগ্রাম জিতলেও এবার বরিশালের কাছে হেরেছে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের নবম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে বরিশাল।

সাকিব আল হাসানদের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়ায় ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করতে পেরেছে চট্টগ্রাম।

আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি-ফিফটি করা উসমান খান ও ম্যাক্স ও’ডাউড আজও ভালো শুরু এনে দেন চট্টগ্রামকে। ৫ ওভারে দলীয় সংগ্রহে জমা পড়ে ৪৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে কামরুল ইসলাম রাব্বির করা শট বল পয়েন্টে ফিল্ডিং করা সানজামুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন উসমান। ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানি ব্যাটার। ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।

দশম ওভারে ২৯ বলে ২৯ রান করে সাকিব আল হাসানে বলে আউট হন ডাউড। ২১ বলে ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন উন্মুক্ত চাঁদ। এরপর আফিফ হোসেন ও জিয়াউর রহমানরা চেষ্টা করেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।

এর আগে ইফতিখার আহমেদ ও ইবরাহিম জাদরান ছক্কা-চারে দিশেহারা করে তোলেন চট্টগ্রামের বোলারদের। ২৬ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার। ৩টি চার ও ৫টি ছক্কায় ২১৯ স্ট্রাইক রেটের ইনিংসটি খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার। ৩৩ বলে ৪৮ রান করেছেন ইবরাহিম। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ১২ বলে ২৪, এনামুল হক বিজয় ৩০ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ২৫ রান। এতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করে বরিশাল। এখন পর্যন্ত এটাই এই বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

চট্টগ্রামের হয়ে আবু জায়েদ রাহী ৪ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই