হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহ আর কীই-বা বলবেন? 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ছেলেরা অনুশীলনে অনেক পরিশ্রম করছে। ক্যাচ ধরছে, সবকিছু ঠিকঠাক করছে। কিন্তু ম্যাচে সুযোগ হাতছাড়া করছে।’ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর কথাগুলো বলছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে আরও দুই ম্যাচ। টানা সাত ম্যাচ একটা দল হারতে থাকলে অধিনায়কের আর কীই-বা বলার থাকে! 

মাহমুদউল্লাহর হয়েছে সেই দশা। একেকটি নতুন দিন, নতুন ম্যাচ। ফল সেই একই। সতীর্থদের আগলে রাখতে বাংলাদেশ অধিনায়ক এর চেয়ে বেশি আর কী করতে পারেন! শুধু তো সতীর্থ নয়, নিজের পারফরম্যান্সও যে তাঁর পাশে দাঁড়াচ্ছে না। প্রথম ম্যাচে যে মুহূর্তে দল তাঁকে সবচেয়ে বেশি করে খুঁজছিল সেই মুহূর্তে ১১ বলে ৬ রানে আউট হয়ে আসেন। আজও একই গল্প। আফিফের বিদায়ের পর শান্তর সঙ্গে মাহমুদউল্লাহর একটা ভালো জুটিই হয়তো বাংলাদেশের সংগ্রহটাকে আরেকটু স্বাস্থ্যবান করতে পারত। 

স্বাস্থ্যবান তো দূরে থাক, উল্টো আগের দিনের চেয়ে আজ আরও ১৮ রান কম করেছে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে শান্তর সঙ্গে আফিফের ৪৬ রানের জুটিতে ভালো একটা সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। শুধু রানের সংখ্যার কথা বললে দুজনের জুটিটা অসম্পূর্ণ থেকে যায়! দ্রুত দুই উইকেট হারানোর পর সিংগেলস-ডাবলে স্কোরবোর্ডটা সচল রেখেছিলেন দুজন। পাকিস্তান ফিল্ডারদের ব্যতিব্যস্ত রেখে ৪৯ বলের জুটিতে তাঁরা দৌড়ে নেন ১৯ রান। রিভার্স সুইপ খেলতে গিয়ে আফিফের ‘আত্মহত্যায়’ এই জুটি ভাঙার পর মাহমুদউল্লাহর কাঁধে দলকে এগিয়ে নেওয়ার একটা আশা তো ছিলই। 

১৫ বলে ১২ রানের ইনিংসটা বলছে মাহমুদউল্লাহ সেটা পারেননি। ম্যাচ শেষে সেই না পারাটাই প্রতিধ্বনিত হলো মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘আমরা ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত ভালো ব্যাট করেছে। আমি আর শান্ত চেষ্টা করেছিলাম একটা জুটি গড়তে। কিন্তু শেষ কয়েক ওভার কাজে লাগাতে পারিনি।’ ঘুরে দাঁড়ানোর কাজটা বাংলাদেশ যে করতে পারেনি, মাহমুদউল্লাহর আউটের পর স্কোরবোর্ডে আর মোটে ৩০ রান যোগ করতে পারা তার প্রমাণ। 

আগের দিন তা-ও ১২৭ রানের পুঁজি নিয়ে বোলাররা শেষ ওভার পর্যন্ত লড়েছিলেন। এদিন আর সেটাও হলো না। অবশ্য স্কোরবোর্ডে ১০৯ রানের পুঁজির পর বোলারদের খুব বেশি করারও থাকে না। তারপরও মিরপুরের উইকেট মাথায় রেখে জয়ের কোনো আশা যদি উঁকি দিয়ে যায়, সেটা বাবর আজমের দ্রুত বিদায়ের পর! তবে ক্যাচ মিস সেই আশাটাও মাটি করে দিয়ে যায়।

ডিপ মিডউইকেটে সাইফ হাসান যখন রিজওয়ানের ক্যাচ মিস করেন, তখনো পাকিস্তান—১১.২ ওভারে ৬০ রান। ক্যাচ মিস হয়েছে আরও একটা। তবে ততক্ষণে ম্যাচ প্রায় পাকিস্তানের পকেটে। টানা হারেই কী দলের এই বেহাল অবস্থা? মাহমুদউল্লাহ দুষলেন দলের ব্যাটিংকে, ‘গত পাঁচ-ছয় মাসে আমাদের বোলিং আক্রমণ অসাধারণ খেলছে। পেস ও স্পিন দুই বিভাগই ভালো করছে। এখন ব্যাটিং বিভাগকে নিজেদের কাজটা করতে হবে।’

টানা হারের বৃত্ত, সুযোগ হাতছাড়া, ব্যাটারদের খাবি খাওয়া—সবাই তো দেখছে, মাহমুদউল্লাহও দেখছেন। তা নতুন করে মাহমুদউল্লাহ আর কীইবা বলবেন?

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী