হোম > খেলা > ক্রিকেট

মেলবোর্নে ‘অধিনায়ক দিবস’ মাতালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগে বিশ্বকাপের ১৬ অধিনায়ককে নিয়ে হয়ে গেল ‘ক্যাপ্টেইনস ডে’, যেখানে অধিনায়কেরা সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু এবারই প্রথম। আর এই ‘অধিনায়ক দিবস’ ভালোই মাতিয়েছেন সাকিব।

মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে হয়েছে অধিনায়কদের এই সংবাদ সম্মেলন। ৮ জন করে দুটি ভাগে ১৬ দলের অধিনায়ক নিজের দল নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আসেন দ্বিতীয় ধাপে, যেখানে তাঁর সঙ্গী হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, জিম্বাবুয়ের ক্রেগ আরভিন, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন ও আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি।

অধিনায়কদের এই অনুষ্ঠানে বেশ খোশমেজাজের সাকিবের দেখা মিলেছে। সাকিবের কাছে প্রথম প্রশ্ন ছিল, বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য। প্রশ্নকর্তা সাকিবকে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথাও মনে করিয়ে দেন। উত্তরে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের দলটা বেশ রোমাঞ্চকর। দলের বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। (দলের) আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব, অবশ্যই আমিসহ (হাসি)।’

বিগ ব্যাশে খেললেও এর আগে বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলা হয়নি সাকিবের। সেই কথা বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলার কথা শুনে বেশ অবাকই হন প্রশ্নকর্তা। পাল্টা প্রশ্ন করে প্রথমবার খেলার কথা আবার জানতে চান। এবার সাকিব রসিকতার সুরে বলেন, ‘হ্যাঁ এবং আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি (হাসি)।’

বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব। তিনি বলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের।’

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ