হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ডকে পথ দেখাচ্ছেন ট্যাক্টর-বালবির্নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ১৬ রানের মধ্যে স্বাগতিকেরা ২ উইকেট হারিয়ে ফেলে। তবে এরপরের গল্পটা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি ট্যাক্টর। দুজনের তৃতীয় উইকেট জুটি থেকে এর মধ্যে এসেছে ৭৬ রান।

ফিফটি তুলে নিয়েছেন ট্যাক্টর। ৫৪ বলে ৪ ছক্কা ও ২ চারে তাঁর রান ৫৩। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন বালবির্নি। কিছুটা ধীরলয়ে এগোনো আইরিশ অধিনায়ক অপরাজিত আছেন ৪৪ বলে ২৬ রানে। এর আগে তরুণ পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড।

আইরিশদের ইনিংসের প্রথম ওভারেই হাসান উইকেটের দেখা পান। ফেরান অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে। হাসানের ভেতরে ঢোকা লেংথ বল স্টার্লিংয়ের ব্যাটের ভেতরের দিকে লেগে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে জায়গা করে নেয়। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন মুশফিক। তবে বাংলাদেশের খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া মেলেনি আম্পায়ারের। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি স্টার্লিং। আরেক ওপেনার স্টিফেন ডোহানিও হাসানের শিকার। তাঁর অফ স্টাম্পের বাইরের কিছুটা শর্ট লেংথের ডেলিভারি ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছিলেন ডোহানি। কিন্তু ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় পয়েন্টে। দারুণ এক ক্যাচ বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান মেহেদী হাসান মিরাজ। শুরুর বিপর্যয় অবশ্য ভালোভাবেই কাটিয়ে উঠেছে আয়ারল্যান্ড।

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান