হোম > খেলা > ক্রিকেট

পাপনদের পদত্যাগের দাবিতে শেরেবাংলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার পটপরিবর্তনের পরই একটি দৃশ্য নিয়মিত দেখা যাচ্ছে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। কখনো মিছিল-স্লোগান, দল বেঁধে আগমন কিংবা মূল ফটকের কাছে দলবদ্ধ হয়ে বসে থাকছেন বিক্ষোভকারীরা। 

এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটের সামনে জটলা বেঁধে বিক্ষোভ করছেন  বিএনপিপন্থী সংগঠক ও তাঁদের অনুসারীরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে লেখা, ‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ কোনো কোনো ব্যানারে লেখা, ‘বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম-ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে বিক্ষোভে।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ খালেদ মাহমুদ সুজনের ছবিও দেখা গেছে বিক্ষোভকারীদের ব্যানারে।    

গত কদিনে নিয়মিত পরিবর্তনের দাবি নিয়ে বিসিবিতে আসা এক সংগঠক কাল জানান, তাঁরা চান উত্তেজনা তৈরি না করে শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তনটা হোক। কিন্তু বর্তমান কর্মকর্তাদের ওপর চাপ তৈরি করতে রাজনৈতিক মিছিল-মিটিংয়ের বিকল্পও তাঁরা খুঁজে পাচ্ছেন না। তাঁরা খুব শিগগির দেখা করতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। নতুন ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন রোববার তাঁর প্রথম অফিসের দিন। 

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতন হয়েছে ৫ আগস্ট। পরের দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলে পাপনের সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। শেখ হাসিনার আমলে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রীও হয়েছিলেন পাপন।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল