হোম > খেলা > ক্রিকেট

৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরুটা দুর্দান্ত করেছিলেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। এই জুটিতে ৭১ রানের দারুণ সূচনা পান সফরকারীরা। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন জিম্বাবুয়ের বোলাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চেপে ধরেছেন তাঁরা।

আজ হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৮ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান।

উদ্বোধনী জুটিতে বিজয়কে নিয়ে শুরু করেন তামিম। একের পর এক বাউন্ডারিতে দলের স্কোর বড় করেন তিনি। আর অন্য পাশে উইকেট আগলে ছিলেন বিজয়। ১০ বাউন্ডারিতে ৪৩ বলে ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে তামিম ফেরেন ৫৫ রানে। ৯ বলের ব্যবধানে নিজের ভুলে রানআউটে ফেরেন বিজয়ও (২০)।

তিনে এসে দলকে আরও চাপে ফেলেন নাজমুল হোসেন শান্ত। ৫৫ বলে ৩৮ রান করে মাদহেভেরের শিকার হন তিনি। অবশ্য এর আগে ধীরগতির ব্যাটে ৩১ বলে ২৫ করে ফিরেছিলেন মুশফিকুর রহিমও। এখন চাপের মুখে দলকে টেনে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। ৪৫ বলে ২৫ রান নিয়ে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ। আর ২৭ বলে ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন আফিফ।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড