হোম > খেলা > ক্রিকেট

‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার পাকিস্তান জুনিয়র লিগ’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজার বরখাস্ত হওয়ার পর একের পর এক পরিবর্তন আসছে। পাকিস্তান জুনিয়র লিগও (পিজেএল) বন্ধ করে দেওয়া হয়েছে। পিজেএল বন্ধ হয়ে যাওয়ার পেছনে রাজনীতির হাত দেখছেন রমিজ।

২০২২ সালে প্রথমবারের মতো পিজেএল আয়োজন হয়। যে ধারণাটা মূলত রমিজেরই ছিল। রমিজের বরখাস্ত হওয়ার পেছনে রাজনীতিরও কিছুটা অবদান আছে। আর গতকাল পিসিবি ম্যানেজমেন্ট কমিটির এক সভায় পিজেএল টুর্নামেন্ট আর আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। রমিজ মনে করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে পাকিস্তান জুনিয়র লিগ। পিসিবি সাবেক চেয়ারম্যান গতকাল তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘এটা খুবই দুঃখের ব্যাপার যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পিজেএল শেষ হয়ে গেছে। যদিও পিজেএলের সাত খেলোয়াড় পিএসএলের অষ্টম মৌসুমের এমার্জিং ক্যাটেগরিতে সুযোগ পেয়েছে।’

ছয় দল নিয়ে গত বছর আয়োজন করা হয় পিজেএলের প্রথম টুর্নামেন্ট। যেখানে ফাইনালসহ হয় ২০ ম্যাচ। গোয়াডার শার্কসকে ৮৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাহওয়ালপুর রয়েলস।

২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হন রাজা। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাঁকে। পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগেন রাজা। তাতে সফলও হয়েছেন রাজা। ২০২২ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সফল আয়োজন তো আছেই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে এসে ক্রিকেট খেলেছে। রমিজের সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের ফাইনাল খেলেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তানিরা।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু