হোম > খেলা > ক্রিকেট

হ্যাটট্রিক করার পরও ফারিহার কীসের আফসোস

প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন ফারিহা তৃষ্ণা। দীর্ঘ ৫ মাস পর টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের বাঁহাতি নারী পেসার। অস্ট্রেলিয়ার কাছে দল ৫৮ রানে হেরে যাওয়ায় অবশ্য তাঁর ব্যক্তিগত অর্জন যেন পূর্ণতা পায়নি। 

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে তেমনটি নিজেও জানিয়েছেন ফারিহা। বাংলাদেশ হেরে যাওয়ায় আফসোস প্রকাশ করে ২১ বছর বয়সী পেসার বলেছেন, ‘জি, অবশ্যই আফসোস তো আছেই। নিজের অর্জন থেকে যদি দলের অর্জনটা হয় তখনই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে হয়তো এ অর্জনটা ভালোভাবে উদ্‌যাপন করা যেত। দলই প্রথম।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে করা হ্যাটট্রিকটি ফারিহার ক্যারিয়ারের দ্বিতীয়। এর আগে ২০২২ সালে এশিয়া কাপে সিলেটে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এ পেসার। তাঁর মতো দুটি হ্যাটট্রিক আছে আর মাত্র ২ জন নারী বোলারের। সেই দুজন হচ্ছেন উগান্ডার কনসিলেট আওয়েকো এবং হংকংয়ের কা ইং চ্যানের। 

আজ দ্বিতীয় হ্যাটট্রিক করার সময় লক্ষ্য কী ছিল এমন প্রশ্নের জবাবে ফারিহা বলেছেন,‘দ্বিতীয় হ্যাটট্রিকের সময় আমার মাথায় ছিল আমার জায়গায় বল করব, যদি আল্লাহ তালা সহায় হন, যদি কিছু হয়। লক্ষ্য ছিল একটু ভালো কিছু করার চেষ্টা করব। অনেক দিন পরে আবার টি-টোয়েন্টিতে ফিরলাম, ম্যাচ খেলার সুযোগ হয়েছে, একটা ভালো পারফরম করার চেষ্টা করেছি, দলকে কিছু দেওয়ার চেষ্টা করেছি।’

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস