হোম > খেলা > ক্রিকেট

‘হ্যাটট্রিক’ সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের উল্লাস

রানের বন্যা, রোমাঞ্চ—ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনোটিরই কমতি ছিল না। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ফিল সল্টের টানা সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী রোমাঞ্চকর পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ উইন্ডিজ জিতেছে ৪ উইকেটে।

১৩৩ রানের লক্ষ্যে গতকাল ত্রিনিদাদে শুরুটা দারুণ হয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান করেছিল উইন্ডিজ। তৃতীয় ওভারের প্রথম বলে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে উইন্ডিজের রানরেটও ওঠানামা করছিল। তবু তা রিকোয়ার্ড রানরেটের সঙ্গে তাল মিলিয়েই চলছিল। প্রথম ৮ ওভারে উইন্ডিজের স্কোর ছিল ৩ উইকেটে ৫৪ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা উইন্ডিজের শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার হয় ১১ রানের। হাতে থাকে ৫ উইকেট।

উইন্ডিজের সহজ জয় যখন সময়ের ব্যাপার মাত্র, সেই সময় শুরু হয় রোমাঞ্চ। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্যাম কারান তুলে নেন আন্দ্রে রাসেলের গুরুত্বপূর্ণ উইকেট। কারান খরচ করেন মাত্র ২ রান। এরপর ২০তম ওভারের প্রথম বলে ক্রিস ওকসের বলে জেসন হোল্ডার নেন ৩ রান। পরের বলে শাই হোপ ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয়। তাতে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড—তিন দলকে হারিয়ে হ্যাটট্রিক টি-টোয়েন্টি সিরিজ জিতল উইন্ডিজ। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন হোপ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাওয়েল বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। তবে শাই হোপ মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একঝাঁক দারুণ ক্রিকেটার আছে আমার দলে। তারা আমাকে সম্মান করে। দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি এবং সতীর্থরা অনুসরণ করে।’ 

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায়। ওপেনার ফিল সল্টের ২২ বলে ৩৮ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই ইংলিশদের ইনিংসে। সফরকারীদের ১০ উইকেটের ৫ উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতি। আকিল, মোতি মিলে ৮ ওভার বোলিংয়ে খরচ করেন ৪৪ রান, যার মধ্যে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন মোতি। সল্ট, ব্রুক, লিভিংস্টোনের মতো তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন উইন্ডিজের এই বাঁহাতি স্পিনার। মোতি বলেন, ‘আমি আমার সামর্থ্য সম্পর্কে জানি। পিচ সাহায্য করছিল। ঠিক জায়গায় বোলিং করেছি। এটা নিয়ে বছরের পর বছর কাজ করেছি। এটা আমার দ্বিতীয় সিরিজ। আমার কাছে অনেক কিছু।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা