সাকিব আল হাসান মানেই যেন আলোচনা। এবার এক বেটিং অ্যাপকাণ্ডে বাংলাদেশের তারকা ক্রিকেটারের বোনের নাম জড়িত থাকার কথা জানা গেছে। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।
মহাদেব অনলাইন অ্যাপ নামে ভারতের বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে সাকিবের বোনের নাম এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত পরশু এমন এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা গেছে, মহাদেব অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি এক বিবৃতিতে জানায়, গিরিশ তালরেজা ও সুরজ চোখানি নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুরজ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিনিয়োগ করে থাকেন। যার মধ্যে বাংলাদেশের বেটিং অ্যাপ ইলেভেনে তিনি বিনিয়োগ করেছেন। সুরজই মূলত সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম প্রকাশ্যে এনেছেন। সুরজের দাবি, এখানে অংশীদারত্ব ছিল সাকিবের বোনের।