হোম > খেলা > ক্রিকেট

জন্মদিনের পার্টিতে গিয়ে পা ভাঙলেন ম্যাক্সওয়েল

গতকাল শনিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই পার্টিতেই অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় পড়লেন অস্ট্র্রেলিয়ান অলরাউন্ডার। পা ভেঙে বসেছেন ‘ম্যাক্সি’।

জন্মদিন উদযাপন করতে গিয়ে উঠোনে পিছলে পড়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। তখন পায়ের ফিবুলা ভেঙে যায় এবং অস্ত্রোপচার করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পা ভাঙায় এখন দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ১৭ নভেম্বর অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। কেবল তাই নয়, মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশও মিস করতে পারেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি। সিএ’র প্রধান নির্বাচক বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। গ্লেনের জন্য খারাপ লাগছে যেহেতু সে শেষ কয়েক ম্যাচে দারুণ খেলেছে। সাদা বলের ক্রিকেটে আমাদের অন্যতম এক সদস্য। তার সেরে ওঠা এবং পুনর্বাসনের জন্য আমরা তার পাশে আছি।’ 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন ম্যাক্সওয়েল। ৪ ম্যাচে এক ফিফটিতে করেছেন ১১৮ রান। গড় ৩৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬১.৬৪। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। বোলিং গড় ৬.৩৩ এবং ইকোনমি ৬.০০। ফিল্ডার হিসেবে ধরেছেন দুটি ক্যাচ।

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক