হোম > খেলা > ক্রিকেট

দুর্দশা নিয়ে দুর্দান্ত ঢাকার সমাপ্তি

শেষ ১২ বলে দরকার ছিল ৩৩ রান। সেই সমীকরণ আর মেলানো সম্ভব হয়নি দুর্দান্ত ঢাকার। হেরেছে ১০ রানে। এ নিয়ে টানা ১১ ম্যাচ হারলেন তাসকিন আহমেদরা। আর এ জয়ে এবারের বিপিএলের প্লে অফের আশও বাঁচিয়ে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চারে ওঠে এসেছে তারা। সমান পয়েন্ট আজ দিনের প্রথম ম্যাচে জয় পাওয়া ফরচুন বরিশালেরও। তবে তারা এক ম্যাচ কম খেলেছে। 

ঢাকা যা একটু রোমাঞ্চ ছড়াতে পারল আজ। তবে জয়ে ফেরা হয়নি। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা থেমে যায় ৫ উইকেটে ১৪৯ রানে। জয়ের জন্য শেষ ওভারে ২২ রান দরকার ছিল ঢাকার। তবে ১৮ বলে অপরাজিত ৩১ রানের জুটি গড়লেও সমীকরণ মেলাতে পারেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৯*) ও উইকেটরক্ষক  ইরফান শুক্কুর (১৪*)। শুভাগত হোমের অফব্রেকে ৯ রানে ২ উইকেট হারিয়ে বসা ঢাকাকে জয়ের স্বপ্ন দেখান মূলত অ্যালেক্স রোজ। দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন তিনি। ওপেনার মোহাম্মদ নাইম করেন ২৯ রান। 
 
এর আগে চট্টগ্রামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলেই মোসাদ্দেকের বলে বিদায় নেন ওপেনার সৈকত আলী (০)। দলীয় ২৪ রানে হারায় জশ ব্রাউনকেও (১১)। তবে শুরুর এই ধাক্কাতেও কাবু হয়নি তারা। ঢাকার বিপক্ষে ঠিকই লড়াইয়ের পুঁজি পায়। চট্টগ্রামকে খাদ থেকে টেনে তোলেন তানজিদ হাসান তামিম ও উইকেটরক্ষক টম ব্রুস। তৃতীয় উইকেটে দুজনে ৬৮ বলে করেন ৯৫ রানের জুটি। 

ব্রুস ২ রানের জন্য ফিফটি বঞ্চিত হলেও তানজিদ খেলেছেন ৭০ রানের ইনিংস। তাঁর ৫১ বলের ইনিংসটিতে ছিল ১ চার ও ৫ ছয়। তবে শেষ দিকে চট্টগ্রামের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয় পেয়েছিল ঢাকা। এরপর আর একটি ম্যাচও জেতেনি তারা। সেই টানা ১১ হারে ২ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করল দুর্দান্ত। ঢাকা।

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ