হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে হারাতে চান আমিরাত কোচ

বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ। ম্যাচের আগে বাংলাদেশকে হুমকিই দিয়ে রাখলেন আমিরাতের কোচ রবিন সিং। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে হারাতে চান তিনি। 

বিশ্বকাপের আগে সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন রবিন। ভারতের সাবেক এই অলরাউন্ডার মনে করেন, সিরিজ শেষে নিজেদের অবস্থান বুঝতে পারবেন তাঁরা। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যেকোনো দলকেই হারিয়ে দেওয়া যায়। শুধু নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আর আস্থা রাখতে হবে। যদি এ বিষয়গুলো সঠিকভাবে করতে পারেন, সব এক জায়গায় করা সম্ভব হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। এতে বুঝতে পারব আমরা কোথায় আছি। আমরা বাংলাদেশের বিপক্ষে শুধু খেলছি না, আমরা তাদের বিপক্ষে জিততে চাই। এই সিরিজ থেকেই জয়ের ধারা শুরু করতে চাই।’ 

শুধু কোচই নন, আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ানও বাংলাদেশকে হারাতে চান। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশ কজন ম্যাচ জেতানো ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারে। সবশেষ ম্যাচগুলোয় আমরা ভালো খেলেছি। এই সিরিজে ভালো করতে উন্মুখ আমরা।’ 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু আজ রাত ৮টায়। খেলা দেখা যাবে জিটিভিতে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে