হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে হারাতে চান আমিরাত কোচ

বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ। ম্যাচের আগে বাংলাদেশকে হুমকিই দিয়ে রাখলেন আমিরাতের কোচ রবিন সিং। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে হারাতে চান তিনি। 

বিশ্বকাপের আগে সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন রবিন। ভারতের সাবেক এই অলরাউন্ডার মনে করেন, সিরিজ শেষে নিজেদের অবস্থান বুঝতে পারবেন তাঁরা। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যেকোনো দলকেই হারিয়ে দেওয়া যায়। শুধু নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আর আস্থা রাখতে হবে। যদি এ বিষয়গুলো সঠিকভাবে করতে পারেন, সব এক জায়গায় করা সম্ভব হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। এতে বুঝতে পারব আমরা কোথায় আছি। আমরা বাংলাদেশের বিপক্ষে শুধু খেলছি না, আমরা তাদের বিপক্ষে জিততে চাই। এই সিরিজ থেকেই জয়ের ধারা শুরু করতে চাই।’ 

শুধু কোচই নন, আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ানও বাংলাদেশকে হারাতে চান। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশ কজন ম্যাচ জেতানো ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারে। সবশেষ ম্যাচগুলোয় আমরা ভালো খেলেছি। এই সিরিজে ভালো করতে উন্মুখ আমরা।’ 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু আজ রাত ৮টায়। খেলা দেখা যাবে জিটিভিতে।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু