হোম > খেলা > ক্রিকেট

মুশতাক বললেন, বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারা সম্মানের

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। দলের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। তিনিই যে বাংলাদেশের স্পিন বোলিং কোচ। অনুশীলনের পর আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক। সেখানে বাংলাদেশি স্পিনারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজ-রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট পরিণত। আমার দায়িত্ব হলো টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলা। স্পিনারদের অ্যাঙ্গেলের বিষয়ে বুঝিয়ে দেওয়া। ব্যাটারদের কীভাবে মোকাবিলা করবে, কীভাবে পিচ রিড করবে, বলের গতি কেমন হবে, কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ডিং হবে সে বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়। যত অভিজ্ঞই হোক না কেন, এ ব্যাপারে তাদের জানার প্রয়োজন পড়ে।’

গত এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর অধীনে বাংলাদেশের স্পিনারদের উন্নতির গ্রাফও বেশ ঊর্ধ্বমুখী। রিশাদের উন্নতি চোখে পড়ার মতন। তাইজুল-মিরাজদেরও প্রশংসা মুশতাকের মুখে, ‘মিরাজ, তাইজুল চমৎকার অভিজ্ঞ বোলার, ম্যাচ উইনারও। তাদের সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের। তারা বেশ ভালো ছেলেও। দ্রুত শিখতে পারে। এখানে আমাদের দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আশা করি, এখানেও পার্থক্য গড়ে দিতে পারব।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি