হোম > খেলা > ক্রিকেট

৪৫৪ দিন পর মাঠে ফিরে ১৮ রানে বিদায় পন্তের

৪৫৪ দিন পর আইপিএল দিয়ে মাঠে ফিরলেন। তবে প্রত্যাবর্তন রাঙানো হলো না ঋষভ পন্তের। আশা জাগিয়েও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফিরলেন ১৩ বলে ২ চারে ১৮ রান করে। স্ট্রাইকরেট—১৩৮.৪৬। 

আজ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে দিল্লি। দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার (২৮) ও মিচেল মার্শের (২০) ওপেনিং জুটিতে ৩৯ রান পায় তারা। সেই জুটি ভাঙেন আর্শদীপ সিং। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মার্শকে ফিরিয়ে। 

স্কোরবোর্ডে আর ৩৫ রান জমা পড়তেই ফেরেন ওয়ার্নারও। এরপর আইপিএলে অভিষিক্ত শাই হোপ ৩৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন। পন্তের সঙ্গে ১৬ বলে ২০ রানের জুটি গড়েন তিনি। তবে সুন্দর শুরুর পর মিডল অর্ডার ব্যর্থ দিল্লির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

আইপিএলে ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্ত। তবে সড়ক দুর্ঘটনায় পড়ায় ২০২৩ আইপিএল খেলতে পারেননি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার শিকার হোন ভারতের এই উইকেটরক্ষক। মারাত্মক আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে হরিদ্বারের ররকিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পন্তের গাড়ি। ররকির স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়ার তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয় তাঁকে। 

আজ আইপিএলের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে পন্ত সবশেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু সেই টেস্টে দুই ইনিংসে তিনি করেছিলেন ৯৩ ও ৯ রান।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার