হোম > খেলা > ক্রিকেট

এবারের বিশ্বকাপেও নেই বাংলাদেশের কোনো আম্পায়ার

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গত বিশ্বকাপের মতো এবারও নেই বাংলাদেশের কোনো আম্পায়ার।

আজ এক বিবৃতিতে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ রাউন্ডের জন্য ২০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে ম্যাচ রেফারি চারজন এবং আম্পায়ার ১৬ জন। তার মধ্যে মারাইস এরাসমাস, রড টাকার এবং আলিম দার—এই তিনজন সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন। আর ল্যাংটন রুসেরি এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে আম্পায়ারিং করবেন। ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে রিজার্ভ আম্পায়ার ছিলেন তিনি। 

২২ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড। সিডনিতে এই ম্যাচে মুখোমুখি হবে গত গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার হিসেবে রুসেরি ও রিচার্ড ইলিংওয়ার্থ থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। 

ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফ্ট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন, রঞ্জন মাধুগালে। 

আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গাফানি, জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা, ল্যাংটন রুসেরি, মারাইস এরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রাইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, রডনি টাকার। 

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি