হোম > খেলা > ক্রিকেট

কোহলিদের গুঁড়িয়ে ইতিহাস গড়তে চান বোল্ট

ঢাকা: ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়তে চান ট্রেন্ট বোল্ট। ১৮ জুন সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী কিউই পেসার। এর আগে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বোল্ট-সাউদিরা। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে কাল।

আইপিএল স্থগিতের পর উইলিয়ামসন-ফার্গুসনরা ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে গেলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে যান বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে তাই সিরিজের প্রথম টেস্টের দলে থাকছেন না এই বাঁহাতি পেসার। দ্বিতীয় টেস্টে অবশ্য দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী বোল্ট। ইংল্যান্ড সিরিজ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত ৩১ বছর বয়সী কিউই পেসার, ‘সব মিলিয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় ম্যাচ নিয়ে। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও দলে থাকব।’

সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বোল্ট। নিজেদের শেষ ৬ টেস্টই জিতেছে নিউজিল্যান্ড। বোল্টের আশা, কোহলিদের গুঁড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভালো করবেন তাঁরা, ‘দেশে ও দেশের বাইরে আমাদের দল যেভাবে পারফর্ম করছে, তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছেলেরা।’

ইংলিশ কন্ডিশন যেকোনো পেস বোলারের জন্যই আশীর্বাদ। বোল্টকে এটিই বেশি আত্মবিশ্বাসী করছে। তিনি তাই বলছেন, ‘যখন ইংল্যান্ডে পা রাখি, এখানকার সজীব বাতাসে নিশ্বাস নেওয়ার যখন সুযোগ হয়, আর যখন দেখি বল মুভ করছে, এটা আমাকে অবশ্যই রোমাঞ্চিত করে।’

ইডেনে মোস্তাফিজের সুইং দেখার অপেক্ষায় কলকাতা

আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজের দল পাওয়ায় অবাক হননি মাশরাফি

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

‘খাজার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’

আট ক্লাবের অবনমন, নতুন সূচি দেবে বিসিবি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিজেদের রেকর্ড ভেঙে গ্রিনকে দলে নিল কলকাতা

বিগ ব্যাশ অভিষেকে কেমন বোলিং করলেন রিশাদ

শোয়েব আখতারের গতির রেকর্ড ভাঙবে নাহিদ রানা: আশরাফুল

বোর্ডের দায়িত্ব থেকে সরানো হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে