হোম > খেলা > ক্রিকেট

৮ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ফিফটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক লিটন দাস ব্যর্থ হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার ৪৬ বলে অপরাজিত ছিলেন ৬৪ রানে। তাঁর ইনিংসে ছিল ৯ চার। স্ট্রাইকরেট—১৩৯.১৩। 

আজ সেন্ট ভিনসেন্টে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করেছে বাংলাদেশ। দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ (২৫)। এই দুই অভিজ্ঞ অলরাউন্ডার পঞ্চম উইকেটে ৩২ বলে করেন ৪১ রানের জুটি। দুজনে বেশ কয়েকটি জুটিও করেছেন। দেখে নিন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে কোন কোন মাইলফলকে পা রাখলেন সাকিব-মাহমুদউল্লাহ—

২৫০০ 
প্রথম বাংলাদেশি ও সব মিলিয়ে ১২ তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মালিক হলেন সাকিব। এই সংস্করণে তাঁর বর্তমান রান ১২৩ ইনিংসে ২৫১৫। 

৮০০ 
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের রান। প্রথম বাংলাদেশি ও সব মিলিয়ে অষ্টম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি। সীমিত ওভারে বিশ্বকাপে তাঁর রান এখন ৩৯ ইনিংসে ৮১৭। 


টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ বছর পর ফিফটি পেলেন সাকিব আল হাসান।

৪০০ 
বাংলাদেশিদের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪০০ রান রানের ক্লাবে জায়গা করে নিলেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমকে টপকে (৪০২) এখন তিনি বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৪)। 

১ বছর ৮ মাস
ঠিক ১ বছর ৮ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি পেলেন সাকিব। শেষ ফিফটিটি পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে, ২০২২ সালের ১৩ অক্টোবর, ক্রাইস্টচার্চে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে