সাকিব আল হাসান মানেই যেন সব সময় আলোচনায় থাকা। কখনো মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, কখনোবা মাঠের বাইরের ঘটনায়। সাকিবের সবকিছুতে তাই সবার তীক্ষ্ণ দৃষ্টি থাকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে আজ অনুশীলনে দেখা মেলেনি বাংলাদেশ অলরাউন্ডারের।
অবশ্য একা সাকিব নন, আজ অনুশীলনে দেখা যায়নি আগের দুই ম্যাচের একাদশে থাকা আরও চারজনকে। সিরিজের শেষ ওয়ানডে সামনে রেখে আজ সকাল ১০টা ২০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে পৌঁছায় বাংলাদেশ দল। তামিম-মুশফিকদের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটাররাও। তবে দেখা যায়নি সাকিবসহ পাঁচজনকে। মাঠে এসেই সবাই ব্যস্ত হয়ে পড়েন অনুশীলনে।
আগামীকাল শেষ ওয়ানডের আগে আজ অনুশীলনে আসেননি শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও আফিফ হোসেন। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল অবশ্য জানিয়েছেন, ঐচ্ছিক অনুশীলন থাকায় আসেননি তাঁরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নাফিস বলেছেন, ‘ঐচ্ছিক অনুশীলন ছিল। সে জন্য সবাই আসেনি। চোট সংক্রান্ত কোনো সমস্যা নেই।’