হোম > খেলা > ক্রিকেট

টেস্টে ফিরলেন সাকিব-তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকা সফরে দুই সংস্করণের জন্যই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। ২০১৮ সালে এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন এই পেসার। 

আর ১৮ সদস্যের টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সর্বশেষ গত বছর শ্রীলঙ্কা সফরের পর চোটের কারণে আর টেস্ট খেলেননি তামিম। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ না খেলা সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে আছেন। ঘরের মাঠে গত ডিসেম্বরে পাকিস্তান সিরিজে অবশ্য দ্বিতীয় টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। 

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলা নিয়ে সংশয় থাকলেও দল ঘোষণার পর অবশেষে সেটা কেটে গেল। এ ছাড়া দুই সংস্করণের দলেই নিয়মিত মুখগুলো আছেন। 

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দল: 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ। 

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল: 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।

‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক’

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা