হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক    

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকইনফো

দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও শান্ত। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মুশফিক।

ভারতের একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। স্বীকৃত দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্বীকৃত স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।

টসের সময় শান্ত জানিয়েছেন ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের কথা। আর দুবাইয়ে আজ রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে গত রাতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা