হোম > খেলা > ক্রিকেট

‘নতুন নেতৃত্বের মতো বিসিবিতেও ভালো নেতৃত্ব ফিরুক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনার পদত্যাগের পর দেশের অন্য সব কার্যালয়ের মতো বিসিবিতেও আসতে যাচ্ছে পরিবর্তন। তবে সেই পরিবর্তনের আগেই আজ মঙ্গলবার বিসিবিতে চলেছে ক্রিকেট সংগঠক, কাউন্সিলর ও স্থানীয় নেতাদের দফায় দফায় শো ডাউন। 

সকাল সাড়ে ১০টার পরই বিসিবিতে আসতে শুরু করেন ‘ক্রিকেট সংগঠকবৃন্দে’র ব্যানারে বিএনপিপন্থী ক্রিকেট সংগঠক। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমানসহ আরও অনেকে। 

সকালে বিসিবিতে উপস্থিত হয়ে সাবেক এই নেতারা বিসিবির বোর্ড রুমে পরিচালকদের চেয়ারে বসে পড়েন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন সুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সিইওকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলে জানান বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘বিসিবিতে আওয়ামী লীগের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা সামনে ক্ষমতায় আসলে এসব হবে না। আমরা বিসিবির কর্মীদের বলেছি, আপনারা ভালোভাবে কাজ করবেন। প্রধান নির্বাহীর সঙ্গে বসে আমরা আমাদের করণীয় ঠিক করব। আমরা চাই বিসিবি তার নিজস্ব ধারায় চলুক।’ 

বিসিবিতে এসেছিলেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। তাঁরা দুজনই গণমাধ্যমে বলেন, দেশের নতুন নেতৃত্বের মতো বিসিবিতেও ভালো নেতৃত্ব ফিরুক।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা