হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে সব খেলার পরামর্শ গুরু ফাহিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেটের তিন সংস্করণে প্রায় দুই বছর হলো অনিয়মিত সাকিব আল হাসান। বিশেষ করে টেস্ট খেলতে অনীহা দেখা যাচ্ছে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের মধ্যে। তবে সাকিবকে সব ধরনের খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিম।

বিকেএসপিতে থাকার সময়ে প্রথমবার ফাহিমের সান্নিধ্য পান সাকিব। এরপর থেকে যেকোনো প্রয়োজনে তাঁর ক্লাসে দেখা যায় সাকিবকে। এবারের বিপিএলেও পাওয়ার হিটিং নিয়ে গুরুর সঙ্গে কাজ করেছেন সাকিব। এর ফলও মিলেছে মাঠে। 

আইপিএলে দল পেলে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু মেগা নিলামে কোনো দলই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। এতে সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার সম্ভাবনা আবারও সামনে এসেছে। 

ফাহিমও মনে করেন, আরও কয়েক বছর সব ধরনের ক্রিকেট চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে সাকিবের, ‘আমার পরামর্শ থাকবে সব (তিন সংস্করণ) খেলার। ওকে যখনই পাওয়া যাবে, বাংলাদেশের হয়ে যেন সব ম্যাচ খেলে। 

তিনি আরও বলেছেন, ‘শারীরিক ব্যাপারগুলো নিয়েও ওর ভাবা দরকার। কোন সময় বিরতি নেওয়া উচিত, এই সিদ্ধান্ত নেওয়া জরুরি। সেটা এমন এক অলরাউন্ডার, যে নিয়মিত রান করে, উইকেট নেয়। সব সংস্করণে এই চাপ নেওয়া সহজ হবে না। তাই গুরুত্ব বুঝে খেলতে হবে।’ 

সাকিবের প্রতি গুরুর পরামর্শ, ‘সাকিব এবং বোর্ডকে বসে সিদ্ধান্ত নিতে হবে ও কোথায় কোথায় খেলবে। আমার মনে হয়, আলোচনার মাধ্যমে এটা ঠিক করা যেতে পারে।’

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির