হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে অশোভন আচরণ করলেন আমির 

মাঠের পারফরম্যান্সের বাইরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে আলোচনায় রাখছেন মোহাম্মদ আমির। হতাশাগ্রস্ত হয়ে নিজের রাগ ঝারছেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ওপর। গতকাল লাহোর কালান্দার্সের এক ব্যাটারকে আউট করে বাজে উদযাপন করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং করতে এলেন আমির। ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের ঊরুতে চাপর মারেন আমির।

আগে ব্যাটিং করে গতকাল করাচি ৫ উইকেটে করেছিল ১৮৫ রান। ১৮৬ রান তাড়া করতে গিয়ে ১১৮ তে অলআউট হয়ে যায় লাহোর। ৬৭ রানে জিতে এই মৌসুমে প্রথম জয় পায় কিংস। আমির ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান