হোম > খেলা > ক্রিকেট

পেসাররা সবাইকে অনুপ্রাণিত করছে, বলছেন হেরাথ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

বাংলাদেশ দলের পেস বোলিংয়ে অগ্রযাত্রার গল্প আর নতুন নয়। ইবাদত হোসেন-তাসকিন আহমেদরা অনুপ্রেরণার খোরাক হচ্ছেন উঠতি পেসারদের। তবে রঙ্গনা হেরাথের মতে, শুধু পেসারদের নয়; তাসকিনরা অনুপ্রাণিত করছেন সবাইকে। 

প্রথম ওয়ানডের পর আজ বিশ্রামে আছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে। তবে বৃষ্টিস্নাত দিনে দলের বিশ্রামের দিনও মাঠে এসেছেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে এসেছেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ হেরাথ ও বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। তাঁদের নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। 

ব্যাটিংয়ে সময়টা ভালো যাচ্ছে না তামিমের। গতকাল প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন ৩ রান করে। ব্যাটে রান ফেরাতেই হয়তো একা অনুশীলনে তামিম। ব্যাটার তামিম রান না পেলেও দল উড়ছে দারুণভাবে। সাকিব-হৃদয়দের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসাররা। দুই পেসার ইবাদত আর তাসকিন মিলে নিয়েছেন ৬ উইকেট। 

দলের পেস বোলিং বিভাগ নিয়ে স্পিন কোচ হেরাথ বলেছেন, ‘পেসাররা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। এখন আমাদের দুর্দান্ত ফাস্ট বোলিং আক্রমণ আছে। সব মিলিয়ে আমাদের দারুণ ব্যাটিং, বোলিং ও স্পিন আক্রমণ আছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ব্যাপার।’ গতকাল স্পিনে ভালো করেছেন ইংল্যান্ড সিরিজের পর দলে ফেরা নাসুম আহমেদ। 

নাসুমকে নিয়ে হেরাথ বলেছেন, ‘সে দারুণ বোলিং করে ৩ উইকেট নিয়েছে। আমার মনে হয় তারা ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। আমি খুবই গর্বিত যে তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং উইকেট পড়তে পারছে। উইকেটে যখন কোনো সহায়তা থাকবে না, এটা বেশ চ্যালেঞ্জের।’

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর