হোম > খেলা > ক্রিকেট

বিসিবির এজিএমে কাউন্সিলরদের জন্য থাকছে টাকা ও মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামীকাল বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে এটি প্রথম এজিএম। স্বাভাবিকভাবে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের এজিএম। বিসিবির বার্ষিক সাধারণ সভা সামনে রেখে ঢাকার বাইরের কাউন্সিলররা এর মধ্যে ঢাকা আসছেন।

কাউন্সিলরদের জন্য বিসিবির পক্ষ থেকে সোনারগাঁও হোটেলে কক্ষ বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া প্রতিবারের মতো এবারও এজিএমে আমন্ত্রিত কাউন্সিলরদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রেখেছে বিসিবি। বিসিবি সূত্রে জানা গেছে, এবারের এজিএমে কাউন্সিলরদের সৌজন্য হিসেবে ৫০ হাজার টাকা ও একটি করে মোবাইল ফোন উপহার দেওয়া হবে।

সর্বশেষ এজিএমের চেয়ে এবার উপহারসামগ্রীর পরিমাণ কমিয়ে আনা হয়েছে। গত বছরের ২৬ আগস্ট বিসিবির সর্বশেষ এজিএমে কাউন্সিলরদের জন্য উপহার হিসেবে ছিল ১ লাখ টাকা ও একটি ল্যাপটপ। অন্য অনেক বিষয়ের সঙ্গে এবারের এজিএমে আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরির পরিকল্পনা বেশ গুরুত্ব পাবে। আঞ্চলিক ক্রিকেট কাঠামোর পরিকল্পনা নিয়ে এগোতে বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব রাখা হবে আগামীকালের বার্ষিক সাধারণ সভায়।

আজ মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট কাঠামোকে আমাদের যদি প্রতিষ্ঠিত করতে হয়, প্রথমে গঠনতন্ত্রে সংশোধনী নিয়ে আসতে হবে। আঞ্চলিক কাঠামোর ব্যাপারে কোনো কিছু আমাদের ক্রিকেটের গঠনতন্ত্রে ছিল না, গঠনতন্ত্র যদি পরিবর্তন করা না হয় তাহলে নতুন কিছু গঠন করা সম্ভব না। যে কারণে সাধারণ পরিষদের অনুমোদন দরকার। এজিএমে আঞ্চলিক কাঠামো গঠনের জন্য যে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবটা কাল আনা হবে, সেটি যদি সাধারণ পরিষদে অনুমোদন পেয়ে যায় আঞ্চলিক কাঠামো কীভাবে তৈরি হবে এবং সেটি কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে বিশদ আলোচনা হবে।’

এ ছাড়া ক্লাব পর্যায়ে কাউন্সিলরশিপ দেওয়ার নিয়মে পরিবর্তনের প্রস্তাবও আসবে এবারের এজিএমে। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কাউন্সিলরশিপে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন। এ নিয়ে টিটু বলেন, ‘এখন তৃতীয়, দ্বিতীয়, প্রথম ও প্রিমিয়ার ডিভিশন-চারটা বিভাগের কাউন্সিলরশিপ আছে। কিন্তু তৃতীয় বিভাগের সব দল সেটা পাচ্ছে না। যারা সুপার লিগ খেলছে তারাই শুধু কাউন্সিলরশিপ পাচ্ছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতি মনে করেছেন এ জায়গাটা উন্মুক্ত করে দিলে পক্ষপাতিত্ব আম্পারিংয়ের যে জিনিসটা সেটা হয়তো থাকবে না। সুপার লিগে উঠলে কাউন্সিলরশিপ পাব, তখন একটা অসুস্থ প্রতিযোগিতা থাকে অনেক সময় হয়। সেটা বন্ধ করতে বোর্ড সভাপতি এ রকম পরিকল্পনা করেছেন।’

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট