হোম > খেলা > ক্রিকেট

টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে মুম্বাইয়ের তরুণ ব্যাটার

টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করে আগেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন সিদ্ধার্থ মোহিত। এবার সেটি টেনে নিয়ে গেলেন ৭২ ঘণ্টায়। টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুলেছেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার।

রেকর্ড ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহিত। ১৯ বছর বয়সী তরুণ বলেন, ‘আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু আছে। করোনা আর লকডাউনের কারণে দুই বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই।’

মোহিতের স্বপ্ন বাস্তবায়ন করেছেন কোচ জ্বালা সিং। তিনি আবার ভারতের তারকা হয়ে ওঠা তরুণ ক্রিকেটার যশস্বী জাইসওয়ালের কোচ। মোহিত জানান, ‘অনেক একাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করেন।’

এই রেকর্ডের পেছনের কারিগর কোচ জ্বালা বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থ মোহিতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’

এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিত শুধুই নেট বোলারদের খেলছেন।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী