হোম > খেলা > ক্রিকেট

ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজ 

এবার ডেভিড ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। কদিন আগেই দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে টিম বাসে ওয়ার্নার-ফিজের ভিডিও পোস্ট করেছিল। সেখানে ওয়ার্নার মোস্তাফিজকে বাংলায় বলেছিলেন, 'কেমন আছ, আমি তোমাকে ভালোবাসি'। এর জবাবে আজ মোস্তাফিজও ওয়ার্নাকে জানিয়ে দিলেন তিনিও ওয়ার্নারকে ভালোবাসেন।

ফেসবুকে ওয়ার্নারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, 'আমিও তোমাকে ভালোবাসি ডেভিড ওয়ার্নার।' মোস্তাফিজ আর ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেলেছেন। তবু তাদের সম্পর্কে এতটুকুও ছেদ পড়েনি তা বোঝা যায় দুজনের খুনসুটি দেখলেই।

কলকাতার বিপক্ষে ম্যাচের দিন দিল্লির টিম বাসে সেরকমই খুনসুটি দেখা গিয়েছিল, যেখানে মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানিয়েছিলেন। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লির।এখন পর্যন্ত খেলা চার ম্যাচের৷ দুটিতেই হেরেছে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান