হোম > খেলা > ক্রিকেট

৩০০ তুলেই ব্যাটিং ছাড়ল পাকিস্তান, অভিষেকে জয়ের শূন্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থেমেছে বৃষ্টি। প্রতীক্ষার প্রহর পেরিয়ে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। তবে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর বল গড়ায় মাঠে। আজ এখন পর্যন্ত খেলা হয়েছে ৩৫.১ ওভার, যেখানে বাংলাদেশের প্রাপ্তি সামান্যই। মোটে দুই উইকেট। আশার কথা হচ্ছে, দুটি উইকেটই নিয়েছেন পেসাররা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে ৫ রান করেছে বাংলাদেশ। অভিষিক্ত জয় রানের খাতাই খুলতে পারনেনি। স্পিনার সাজিদ খানের বলে স্লিপে বাবরকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। 

চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ পেয়েছে আজহার আলী ও বাবর আজমের উইকেট। ৫৬ রান করা আজহারকে ফেরান ইবাদত হোসেন; লিটন দাসের ক্যাপে পরিণত করেন। প্রথম দুই দিন হতাশ করলেও আজ ভালোই বোলিং করেছেন ইবাদত। 

পাকিস্তান অধিনায়কের ঘাতক আরেক পেসার খালেদ আহমেদ। বাবরকে সাজঘরে পথ দেখান এই পেসার। ৭৬ রানে থাকা পাকিস্তান অধিনায়ককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ২০০ রানের আগেই শেষ পাকিস্তানের ৪ উইকেট। মিরপুরের গুমোট পরিবেশে এমন একটা উজ্জ্বল সকালের আনন্দটা হারিয়ে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। 

পরে ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান বেশ ভুগিয়েছেন বাংলাদেশ বোলারদের। পঞ্চম উইকেট জুটিতে তাঁরা যোগ করেন অবিচ্ছিন্ন ১০৩ রান। জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নেন দুজনই। 

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান