হোম > খেলা > ক্রিকেট

মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এসিসি

ছেলেদের যুব এশিয়া কাপ জয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের মেয়েরাও। শ্রীলঙ্কার পর আজ মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টানা দুই দাপুটে জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পৌঁছে গেছে সুপার ফোরে।

কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। জান্নাতুল মাওয়া-সাদিয়া আক্তারদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিশিতা আক্তারের ঘূর্ণিকে নাকাল হয়ে মালয়েশিয়া গুটিয়ে যায় ২৯ রানেই।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে মালয়েশিয়ার ইনিংসটা হয়ে গেল মোবাইল নম্বরের মতো। ১১ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের ১১ ব্যাটারের ইনিংস—৫, ০, ৩, ৩, ০, ১, ১, ২, ১, ১, ০। আগের দিন লঙ্কানদের বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন নিশিতা। আজ মাত্র ৩ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট।

তার আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভার উদ্বোধনী জুটিতে তুলে ৪৫ রান। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ১৬ বলে ১৯ রান করেন ইভা। তারপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা সুবিধা করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন মাওয়া, শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মাওয়া, ১৯ বলে ৩১ রান আসে সাদিয়ার ব্যাট থেকে। বাংলাদেশ পায় ১৪৯ রানের ভালো স্কোর।

মালয়েশিয়ার মারস্যা কিস্তিনা বিনতি আবদুল্লাহ নিয়েছেন ৩টি উইকেট। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজ গ্রুপ থেকে ওঠা দল এবং ‘এ’ গ্রুপ থেকে ওঠা অন্য দুই দলের বিপক্ষেও খেলতে হবে। সেই গ্রুপ থেকে উঠেছে ভারত ও নেপাল।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত