হোম > খেলা > ক্রিকেট

সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার হানড্রেডের ড্রাফটে

বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়ান গেমসের ম্যাচ বাদ দিলে গতকাল প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমে ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংসও খেলেছেন ২৬ বছর বয়সী ব্যাটার। 

নিজের দুর্দান্ত ফর্মটিই ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে দেখাতে ড্রাফটে নাম লিখিয়েছেন জাকের। তাঁর সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের আরও ১৫ জন ড্রাফটে নাম দিয়েছেন। ড্রাফটের তালিকা আজ প্রকাশ করেছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ। ১৫ জন পুরুষ ক্রিকেটারের বিপরীতে নারী ড্রাফটে নাম জমা দিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম।

 ২০১০ সালে চালু হওয়া ফ্র্যাঞ্চাইজিতে এবার পুরুষ ড্রাফটে ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তৃতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ক্যাটাগরিতে ১৪ জন ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন সাকিব আল হাসান। প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকার ক্যাটাগরিতে আছেন লিটন দাসের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

আর বাকি ১০ জন আছেন সর্বনিম্ন ক্যাটাগরির দাম নির্ধারণ না করা তালিকায়। সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদারদের সঙ্গ এই ক্যাটাগরিতে আছেন নারী পেসার জাহানারাও। সর্বোচ্চ দুই ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম না থাকলেও সর্বোচ্চ প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ৭ জন বিদেশি। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ৯ জন বিদেশি ক্রিকেটার।

আগামী ২০ মার্চ লন্ডনে নিলাম হবে দ্য হানড্রেডের। দুই মাস পর ১০০ বলের টুর্নামেন্টটি শুরু হবে ২৩ জুলাই। পুরুষদের সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলসের বিপরীতে নারীদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী